Header Ads

ad728
  • Breaking News

    Litchi Pest Management (লিচুর রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা)

    লিচুর রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থা

    নিম্নলিখিত রোগ ও পোকা মাকড়ের আক্রমন সাধারনত লিচু গাছে দেখা যায়।

    এ্যানথ্রাকনোজঃ 

    Anthracnose

    ১. লিচুর কচি পাতার প্রথমে ধূসর কালো ফোটা ফোটা ফুসকুড়ির মতো দাগ দেখা যায়। 

    ২. দাগগুলো এক হয়ে বড় হয় এবং কালো হয়ে পোড়া পোড়া মনে হয়। আক্রান্ত স্থান কুঁকড়িয়ে যায়। 

    ৩. ফুল ফল ধরা অবস্থায় আক্রমণ হলে ফুল ও কচি ফল ঝরে যায়। এই লক্ষণ হলো এনথ্রাকনোজের কারণে যা ছত্রাকজনিত একটি রোগ। 


    দমন ব্যবস্থাঃ

    ১. আক্রান্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হয়। 

    ২. ডিফেন্স ৩৫এসসি (কার্বেন্ডাজিম+হেক্সাকোনাজল) ছত্রাকনাশক ০২মিলি/লিটার অথবা একরোবেট এমজেড ০৪গ্রাম/লিটার অথবা কোগার ২৮এসসি (এজক্সিস্ট্রবিন+সিপ্রোকোনাজল) ০১মিলি/লিটার হারে মিশিয়ে স্প্রে করতে হয়। এছাড়াও রিডোমিল গোল্ড বা নোইন বা অটোস্টিন বা নাটিভো বা এমিস্টার টপ ব্যবহার করা যেতে পারে।



    পাউডারি মিলভিউঃ

    লিচুর মুকুলে সাদা বা ধূসর রঙের পাউডারের আবরণ দেখা যায়। মুকুল নষ্ট হয়ে ঝড়ে পড়ে। পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে।


    দমন ব্যবস্থাঃ
    মুকুল আসার পর তবে ফুল ফোটার আগে ডিফেন্স ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ০২ মিলি হারে অথবা হেসালফ প্রতি লিটার পানিতে ০৪ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

    লিচুর ফল ছিদ্রকারী পোকা

    Litchi borer

    পরিপক্ব অবস্থার বোঁটার দিকে খয়েরি রঙের গুঁড়া গুঁড়া দেখা যায়, পাকা লিচুর বীজ ছিদ্র অবস্থায় পাওয়া যায়। খোশা ছড়ালে শাঁষ কিছুটা নষ্ট বা পচা দেখা যায় এবং ফলের ওপর কোন কোন জায়গায় ছিদ্র দেখা যায়। গাছের ডালে গুঁড়ি গুঁড়ি মালার মতো দেখা যায়। হাত দিলে ডালের ওপর থেকে সেটি সরে আসে এবং নিচে ডালের মধ্যে ছিদ্র দেখা যায়। এটি মাজরা পোকার আক্রমণের লক্ষণ।

    দমন ব্যবস্থা
    লিচুর ফল গুটি হওয়ার পর বা ফুল ফোটার ২০-২২ দিন পর থেকে ফল সংগ্রহ করা পর্যন্ত ১৫ দিন পর পর ২-৩ বার করে রিজেন্ট ৫০এসসি (ফিপ্রোনিল)  বা রিপকর্ড ১০ইসি (সাইপারমেথ্রিন) বা হেক্লেম ৫এসজি (এমামেকটিন বেনজয়েট) প্রতি লিটার পানিতে ০১মিলি (গ্রাম) হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

    লিচুর মাকড়

    Litchi mite

    নিচের পাতা মেরুন/বাদামি রঙের হয়ে ভেলভেট অর্থাৎ মখমলেরমত আকার ধারন করে। পরবর্তীতে পাতা দুর্বল হয়ে মরে যায় এবং ডালে ফুল, ফল ও পাতা হয় না। আক্রান্ত ফুলে ফল হয় না।

    দমন ব্যবস্থা

    ১. আক্রান্ত পাতা সংগ্রহ করে পলিথিনে মুড়িয়ে কেটে পুড়িয়ে ফেলতে হয়। 
    ২. আক্রমণ বেশি হলে ইন্ট্রাপিড ১০এসসি (ক্লোরফেনাপাইর) অথবা নোভাস্টার ৫৬ইসি (বাইফেনথ্রিন+এবামেকটিন) বা সায়েটা/লিকার/সানমেকটিন/ভার্টিমেক ১.৮ইসি (এবামেকটিন) প্রতি লি. পানিতে ০২মিলি হারে মিশিয়ে ১৫ দিন পর পর ২-৩ বার অথবা মাকড়নাশক স্প্রে করে দিতে হয়।