Rice Brown Plant Hopper Control (বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমন)
বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা, যারা হাইব্রীড ধান চাষ করতেছেন তারা বেশী সাবধান হবেন। বাদামী গাছ ফড়িং এর আক্রমণ মূলত আমন মৌসুমে বেশী দেখা যায়।
লক্ষণ:
এটি ধান গাছের মারাত্মক ক্ষতিকর পোকা। কখনও কখনও বাচ্চা ওপূর্নবয়স্ক উভয় অবস্থায় এ পোকা ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায়। ফলে গাছ নিস্তেজ হয়ে যায় এবং ফড়িং পোড়া বা বাজপোড়া (হপার বার্ন) অবস্থার সৃষ্টি করে। ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার পূর্ব পর্যন্ত প্রতিটি পর্যায়ে এপোকার আক্রমণ হতে পারে। বাদামী গাছফড়িং গ্রাসি স্টান্ট, র্যাগেট স্টান্ট ও উইল্টেড স্টান্ট নামক ভাইরাস রোগ ছড়ায়। কিন্তু আমাদের দেশে এখনও এ সমস্ত রোগ দেখা যায়নি।
মিপসিন ৭৫ডব্লিউপি (মিথাইল আইসোপ্রোকার্ব) ২.৭গ্রাম/লিটার বা প্লেনাম, পাইটাফ (পাইমেট্রজিন) ০১গ্রাম/লিটার বা স্প্লেন্ডর (নিটেনপাইরাম+পাইমেট্রজিন) ০.৫গ্রাম/লিটার বা স্টারগেট ৪৮এসসি (ক্লোথিয়ানিডিন) ০.৫মিলি/লিটার পানিতে মিশিয়ে প্রতি গোছায় ২-৩ টি বাদামী গাছ ফড়িং দেখা দিলে স্প্রে করুন। আক্রমনের পূর্বে ১৬ লিটার পানিতে ০২গ্রাম হেমিডর/পিমিডর/কনফিডর ৭০ডব্লিউজি (ইমিডাক্লোপ্রিড) মিশিয়ে গাছের গোড়ায় ভালভাবে ভিজিয়ে স্প্রে করুন ১৫-২০ দিন নিরাপদ থাকুন। আক্রমনের তীব্রতানুযায়ী ৭-১৪ দিন পর পর একই নিয়মে স্প্রে করুন।
দেখুন ভিডিতেঃ
দেখুন ভিডিতেঃ