Lady's Finger Pest Management (ঢেঁড়শের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা)
ঢেঁড়শের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা
ফল ছিদ্রকারী পোকাঃ
ঢেঁড়শের ফল ছিদ্রকারী পোকাই সবচে বেশি ক্ষতি করে। এ পোকা দমনের জন্য হেক্লেম ৫এসজি (এমামেকটিন বেনজয়েট) বা রিজেন্ট ৫০এসসি (ফিপ্রোনিল) ১.৫মিলি/লিটার বা স্পিনোস্যাড ০.৫০ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
জাব পোকা, সাদা মাছি, ছাতরা পোকা, লাল মাকড়
পিমিডর/ হেমিডর ৭০ডব্লিউজি (ইমিডাক্লোপ্রিড) ০২গ্রাম/১০লিটার বা নোভাস্টার ৫৬ইসি (বাইফেনথ্রিন+এবামেকটিন) ০২মিলি/লিটার স্প্রে করতে হবে।
মোজাইক ভাইরাস
১. আক্রান্ত গাছ তুলে পুঁতে ফেলতে হবে।
২. সাদামাছি ও জাবপোকা দমনের ব্যবস্থা নিতে হবে।
ফুল ও ফল পঁচা:
ডিফেন্স ৩৫এসসি (কার্বেন্ডাজিম+হেক্সাকোনাজল) ০২মিলি/লিটার অথবা হেডলাইন টিম (পাইরাক্লস্ট্রাবিন+ডাইমেথোমরফ) ২.৫গ্রাম/লিটার বা কোগার ২৮এসসি (এজক্সিস্ট্রবিন+সিপ্রোকোনাজল) ০১মিলি/লিটার বা একরোবেট এমজেড (ম্যানকোজেব+ডাইমেথোমরফ) ০৪গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে ভাল হয়।
No comments