Mango Flowering Management (আমগাছে মুকুল আসার পর করণীয়)
প্রশ্নঃ আমগাছে মুকুল আসার পর কী কী ব্যবস্থা নিতে হয়?
উত্তরঃ
আম গাছে
মুকুল আসার পরপরই এ মুকুল বিভিন্ন প্রকার রোগ এবং পোকামাকড় দ্বারা আক্রান্ত
হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমের অ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ রোগ। এ রোগ দমনে
গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্ব পর্যন্ত আক্রান্ত গাছে ডিফেন্স
৩৫ এসসি প্রতি লিটার পানিতে ১ মিলি অথবা ২ গ্রাম একরোবেট এমজেড প্রতি লিটার
পানিতে অথবা কোগার ২৮ এসসি ০১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া আমের আকার মটর দানার মতো হলে গাছে
২য় বার স্প্রে করতে হবে। এ সময় প্রতিটি মুকুলে অসংখ্য হপার নিম্ফ দেখা যায়।
আম গাছে মুকুল আসার ১০ দিনের মধ্যে কিন্তু ফুল ফোটার পূর্বেই একবার এবং এর
একমাস পর আর একবার প্রতি লিটার পানির সাথে ১.০ মিলি রিপকর্ড ১০ ইসি/ আরিভো
১০ ইসি/ টলস্টার ২.৫ ইসি/ নোভাস্টার ৫৬ ইসি/ মিপসিন ৭৫ ডব্লিউপি মিশিয়ে
গাছের পাতা, মুকুল ও ডালপাল ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
আরও বিস্তারিত ভিডিওতে