Header Ads

ad728
  • Breaking News

    Red Amaranth Production Technology (লালশাক উৎপাদন প্রযুক্তি)

    লালশাক উৎপাদন প্রযুক্তি
    মাটিঃ
    সব মাটিতেই চাষ করা যায় তবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উত্তম, ৷

    জমি তৈরীঃ
    জমির প্রকারভেদে ৪-৫টি চাষ ও মই দিতে হয় |
    বীজ বপনঃ
    বীজ ছিটিয়ে ও সারিতে বপন করা যায় তবে সারিতে বপন করা সুবিধাজনক | সারি থেকে সারির দূরত্ব টি২০ সেমি; একটি কাঠির সাহায্যে ১.৫-২.০ সেমি গভীর লাইন টেনে বীজ বুনে মাটি সমান করে দিতে হবে;
    বপনের সময়ঃ
    সারা বছরই লালশাক চাষ করা যায়;
    জাতঃ
    বারি লালশাক -১
    বীজের হারঃ
    ৩০০-৩৫০ গ্রাম বিঘাপ্রতি
    অন্তর্বর্তীকালীন পরিচর্যাঃ
    বীজ গজানোর এক সপ্তাহ পর সারিতে ৫ সেমি পরপর গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে; আগাছা থাকলে নিড়ানি দিতে হবে;
    সার ও সেচ প্রয়োগ:
    সারের প্রয়োজন নেই; অবস্থা ভেদে বিঘাপ্রতি ৫কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করা যেতে পারে; সেচ জমির আর্দ্রতার উপর নির্ভরশীল;

    Red Amaranth Field