Jack fruit Disease Management (কাঁঠালের কচি ফল পঁচার কারন ও প্রতিকার}
কাঁঠালের কচি ফল পঁচার কারন ও প্রতিকার কী?
এক ধরনের ছত্রাকের আক্রমণে কাঁঠালের মুচি পঁচা রোগ হয়ে থাকে। এ রোগের আক্রমণে ছোট অবস্থায় মুচি পঁচে গাছ থেকে ঝরে পড়ে। আক্রান্ত মুচিগুলো ভেজা কাপড় বা ছালা দিয়ে সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। গাছের রোগাক্রান্ত ও মরা ডালপাল কেটে গাছ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মুচিতে ০৪ গ্রাম সালকক্স বা ৪ গ্রাম একরোবেট এমজেড বা ০১ মিলি ডিফেন্স/ কোগার প্রতি লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন পর পর ২/৩ বার স্প্রে করতে হবে।