Header Ads

ad728
  • Breaking News

    Special Benefits of Wheat Leaf (গমপাতার বিশেষ উপকারিতা)

    গমপাতার বিশেষ উপকারিতা

    আমরা সাধারণত খাদ্য হিসেবে গমের আটা খেয়ে থাকি। কিন্তু গমপাতার এমন বিশেষ কিছু উপকারিতা আছে যা আমরা একেবারেই জানি না। বস্তুত গমপাতায় ৯০ শতাংশ মিনারেল, ১৯ ধরনের অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য ভেষজ উপাদান রয়েছে। এই গমপাতার তৈরি রসও আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আসুন জেনে নিই এমন কিছু উপকারিতা সম্পর্কে।
    ১. গমপাতার তৈরি রস খেলে শরীরে শ্বেরক্তকণিকার সংকলন বেড়ে যায়। এছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে।
    ২. খাদ্য হিসেবে এটি রক্তে পিএইচের মাত্রা নিশ্চিত করে।

    ৩. গমপাতাতে সব ধরনের উদ্ভিজ উপাদান রয়েছে। ফলে এটি আমাদের শরীরে হজমে সহায়তা করে। এতে থাকা আলকালাইন মিনারেলের কারণে এটি আমাদের পেট পরিস্কার রাখে।
    ৪. অ্যানিমিয়া দূর করে। গমপাতার রসে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে ফলে এটি রক্তনালী স্বাভাবিক রাখে। এর ফলে শরীরে অ্যানিমিয়ার প্রভাব দূর করে।
    ৫. শরীরের যাবতীয় বর্জ্য পরিশোধক হিসেবে কাজ করে।
    ৬. ওজন কমিয়ে আনতেও সহায়তা করে। গমপাতার রসে থাকা এনার্জি শরীরের শক্তি ফিরিয়ে দেয় পাশাপাশি ক্ষুধার পরিমাণ কমিয়ে আনে। ফলে ক্যালরির শোধনে ওজন কমিয়ে আনে।
    ৭. গমপাতার জুস শরীরে এক ধরনের কেমোথেরাপির কাজ করে। ফলে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও এটি কার্যকর।
    ৮. পাইলসের প্রকৃতিক চিকিৎসা হিসেবেও এই গম পাতার রস বেশ কার্যকর। এতে থাকা পুষ্টিকর বিভিন্ন উপাদান পাইলসের বিপরীতে কাজ করে।
    ৯. গমপাতার রস চোখের জন্যও অনেক বেশি উপকারী। এটি রাতকানা রোগ দূর করে এবং চোখের স্বাভাবিক জ্যোতি ফিরিয়ে আনে।
    ১০. শরীরে শর্করা পরিপাক করে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে এই গমপাতার রস। তাই এটি ডায়বেটিস প্রতিরোধেও সহায়তা করে থাকে।
    ১১. শরীরের যেকোনো ব্যথা নির্মূল করে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখে।
    ১২. দাঁতের ক্ষয়রোগ নির্মূল করে। কেননা এতে প্রচুর পরিমাণে ভেষজ উপাদান রয়েছে।
    ১৩. শরীরের চুলকানি নির্মূলেও এই গমপাতার রস সহায়ক ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন কাটাছেঁড়া তাড়াতাড়ি শুকাতেও সহায়তা করে।
    ১৪. শরীর এবং মুখের হওয়া বাজে দুর্গন্ধ দূর করে।
    ১৫. প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
    ১৬. বাতরোগ সারায়। পাশাপাশি চুল পড়া দূর করে।
    ১৭. যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য এই গমপাতার জুসটি বেশ উপকারী। এটি সাইনাসের সমস্যা দূর করে।
    ১৮. ত্বকের যেকোনো ধরনের সমস্যা দূর করে এই গমপাতার জুস। এছাড়া প্রাকতিক ক্লিনজার হিসেবেও কাজ করে।
    ১৯. মাথার খুশকি দূর করে।
    ২০. মুখের বিভিন্ন ধরনের কালেঅ দাগ বা ব্রণের সমস্যাও নির্মূল করে এই অসাধারণ গমপাতার রসটি।

    Wheat Juice

    তথ্যসূত্র : healthdigezt.com

    No comments