Header Ads

ad728
  • Breaking News

    Bitter Gourd Cultivation (করলা চাষ পদ্ধতি)



    করলা চাষ পদ্ধতিঃ


    জাত


    বারি করলা-১, গজ করলা, শিংনাথ সহ স্থানীয় জাত।


    জীবন কাল

    মোট জীবনকাল প্রায় চার থেকে সারে চার মাস। তবে জাত ও আবহাওয়াভেদে কোন কোন সময় কম বেশী হতে পারে।

    উৎপাদন মৌসুম

    ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোন সময় করলার বীজ বোনা যেতে পারে।

    বীজের হার

    করলা ও উচ্ছের জন্য হেক্টর প্রতি যথাক্রমে ৬-৭.৫ও ৩-৩.৫ কেজি বীজের প্রয়োজন হয়।

    জমি তৈরী ও বপন পদ্ধতি

    উচ্ছে ও করলার বীজ সরাসরি মাদায় (৪০x৪০x৪০ সেমি) বোনা যেতে পারে। এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে ২টি বীজ বপন অথবা পলিব্যাগে উৎপাদিত ১৫-২০ দিন বয়সের চারা রোপণ করতে হবে। উচ্ছের ক্ষেত্রে সারিতে ১.০ মিটার এবং করলার জন্য ১.৫ মিটার দূরত্বের মাদা তৈরী করতে হবে। মাদা বীজ বুনতে বা চারা রোপণ করতে হলে অন্তত: ১০ দিন আগে মাদা নির্ধারিত সার প্রয়োগ করে তৈরী করে নিতে হবে।


    সারের পরিমাণ ও প্রয়োগ ( একর প্রতি)

    সারের নাম মোট পরিমান

    পঁচা গোবর- ৮ টন ইউরিয়া - ৭০ কেজি

    টিএসপি- ৭০ কেজি এমপি- ৬০ কেজি

    জিপসাম- ৪০কেজি মুক্তাপ্লাস- ৫ কেজি

    ম্যাগপ্লাস- ৮ কেজি বোরন- ৪ কেজি

    ফুরাডান- ১০-১২ কেজি



    করলার পোকামাকড় ও রোগ বালাই দমন


    জাব পোকা/ সাদামাছি/ যেকোন শোষক পোকাঃ

    হেমিডর বা কনফিডর বা পিমিডর ৭০ডব্লিউজি ০.২গ্রাম/লিটার অথবা টলস্টার বা নোভাস্টার ৫৬ইসি ০২মিলি/লিটার দিয়ে স্প্রে করুন।

    থ্রিপস ও মাকড় (পাতা কুঁকড়িয়ে ফেলে)
    নোভাস্টার ৫৬ইসি ০২মিলি/লিটার দিয়ে স্প্রে করুন বা ইন্ট্রাপিড ১০এসসি ১.৫ মিলি/লিটার দিয়ে স্প্রে করুন।

    ফল ছিদ্রকারী পোকা

    রিজেন্ট ৫০এসসি (ফিপ্রোনিল) বা হেক্লেম (এমামেকটিন বেনজয়েট) দিয়ে  স্প্রে করেতে হবে।

    ফল পঁচা/পাতা পোড়া/ ছত্রাক জনিত রোগ
    একরোবেট এমজেড ০৪গ্রাম/লিটার বা কোগার ২৮এসসি / ডিফেন্স ৩৫ এসসি ০১মিলি/লিটার দিয়ে স্প্রে করুন।


    ফসল সংগ্রহ ও ফলন
    চারা গজানোর ৪৫-৪৫ দিন পর উচ্ছের গাছ ফল দিতে থাকে। করলার বেলায় প্রায় ২ মাস লেগে যায়।

    স্ত্রীফুলের পরাগায়নের ১৫-২০ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়।

    ফল আহরণ একবার শুরু হলে তা দুমাস পর্যন্ত অব্যাহত থাকে ফলন। উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে উচ্ছে ও করলার হেক্টর প্রতি ফলন যথাক্রমে ৭-১০ টন (৩০-৪০ কেজি/শতাংশ) এবং ২০-২৫ টন (৮০-১০০ কেজি/শতাংশ) পাওয়া যায়।

    বীজের ফলনঃ 

    সময়মত সঠিক পরিচর্যা গ্রহণ করলে হেক্টর প্রতি ৩০০-৪০০ কেজি (প্রতি শতাংশে ১.২-১.৬ কেজি) বীজ হতে পারে।